
লিয়াকত আলী বাবলু ঃ মহাদেবপুরে আত্রাই নদী থেকে নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিংজাল জব্দ করে ভস্মিভূত করেছে ভ্রাম্যমান আদালত। মহাদেবপুরের আত্রাই নদী সহ উপজেলার বিভিন্ন খাল বিলে মাছ শিকারীরা ব্যবহার করছে নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিং জাল। এতে ওই এলাকার মাছের রেনুপোনা থেকে যত বড় মাছই ওই জলাশয়ে থাকুক না কেন তা ধরা পড়ে যাচ্ছে। ফলে ,ভবিষ্যতে এলাকা দেশি প্রজাতির মাছশূন্য হবার আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। এলাকার নদী ও খাল বিলগুলো যাতে দেশী প্রজাতির মাছ শূন্য না হয় এর জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও কোন ফল না হলে সিদ্ধান্ত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার। এরি ধারাবাহিকতায় গত দুই মাস থেকে আত্রাই নদীতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে এবং প্রতিনিয়তই পোড়ানো হচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই রিংজাল। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান আত্রাই নদীর রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নদী থেকে ৫০ মিটার করে লম্বা ২৪ টি নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিংজাল আটক করে ভষ্মীভূত করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায় এবং মহাদেবপুর থানার একটি চৌকস পুলিশ দল।#


