
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে ।
এ উপলক্ষে ১লা সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে । এতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যোগ দেন। শোভাযাত্রা শেষে দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ দপতরের আশপাশ পরিচ্ছন্ন অভিযান চালান। সাথে সাথে ফগার মেশিন দিয়ে মোশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে প্রতি মাসের প্রথম কর্ম দিবসে উপজেলায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


