সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মহাদেবপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

লিয়াকত আলী বাবলু : মহাদেবপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার স্থানীয় বাসস্ট্যান্ডে (মাছ চত্বর)এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি উপজেলা সাব রেজিস্টার অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজু’র উপর সুবিধাভোগী দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী হামলা চালায় । এতে সাংবাদিক সাজু গুরুতর আহত হলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে মরদেবপুর হাসপাতালে এবং পরে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয় । মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারেক, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, পত্নীতলার সাংবাদিক মাহমুদুন্নবী প্রমূখ। এ সময় নওগাঁ জেলার বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিক ও মহাদেবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু রহস্যজনক কারণে মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন থেকে মধ্যরাত পর্যন্ত জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল সম্পাদিত করেছেন, তা নিয়মবহির্ভূত উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান সাংবাদিকরা।

প্রতিনিয়তই সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা চলছে । সরকার সাংবাদিক নির্যাতন বন্ধু ব্যবস্থা না নিলে এবং দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরা আরো হুমকির মধ্যে পরবে। মহাদেবপুর থানা পুলিশ আগামী সাত দিনের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD