
লিয়াকত আলী বাবলুঃ মহাদেবপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট বুধবারে খাদ্যচ অধিদপ্তর পরিচালিত স্বল্পমূল্যে হতদরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিতরণের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, খাদ্য পরিদর্শক সোহেল রানা, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান, ট্যাগ অফিসার কৃষি উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। উপজেলার ১০ ইউনিয়নে ২০ জন ডিলারের মাধ্যমে প্রতি মাসে ৩শ ৫৪ মে: টনের অধিক খাদ্য শস্য ১১ হাজার ৮শ ১৮ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে ১৫ টাকা কেজিতে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


