সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা আয়োজিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় চারঘাট চৌরাস্তা মোড়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক সান্টু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আশা। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম জোবায়ের ইসলাম,প্রচার সম্পাদক মোহায়মিনুর স্বপন, দৈনিক চারঘাট স্টাফ রিপোর্টার সজল ইসলাম-সহ সকল সাংবাদিকবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের এই আন্দোলনে সাংবাদিকরও অনেক ভুমিকা ছিলো। সাংবাদিকরা অতীতে নিযার্তিত হয়েছে,এখনও হচ্ছে। পেশাগত কারণে কোন সাংবাদিকের উপর নিযার্তন ও হামলা করা চলবে না এবং সাংবাদিকদেও সুরক্ষার জন্য সাংবাদিক সংগঠন পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ সাংবাদিক নিপীড়ন,নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD