
স্টাফ রিপোর্টার:
রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন , ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফায় যে সংস্কার দিয়েছে তা বাস্তবায়ন করলেই দেশে চূড়ান্ত উন্নয়ন সম্ভব। দেশে আর কোন সংস্কারের প্রয়োজন নেই। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব সহ্য করা হবে না। বিএনপি ক্ষমতায় গেলে মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।”
শনিবার (০২ আগস্ট) বিকেলে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেড়পাড়া মোড়ে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্য উঠান বৈঠক ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় রায়হান বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে দল ছিলো একটা, আর ভোটার ছিলেন একজন। এই একদলীয় শাসন ব্যবস্থা চালু করে দেশকে সাগরের অতল গহ্বরে ফেলে দিয়েছিলো শেখ হাসিনার অবৈধ সরকার। অতীতে তার বাবা শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই বাকশালের হাত থেকে দেশকে বাঁচাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ১৯ দফা দেন, যা আজও বিশ্বে কার্যকর।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি ও একনায়কতন্ত্র বিরাজ করছে। মানুষ তার সব ধরনের অধিকার হারিয়েছে। এই অবস্থার পরিবর্তনে বিএনপি গত সতেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। এখনো সেই আন্দোলন শেষ হয়নি, কারণ এখনো দেশে নির্বাচিত সরকার আসেনি।’
নির্বাচনের দাবি জানিয়ে রায়হান বলেন, ‘সংস্কার-সংস্কার না করে এবং গণতন্ত্রবিরোধী দলের কথায় তালবাহানা না করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের জন্য হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, আহত ও পঙ্গু হয়েছে, লাখো নেতা-কর্মী নির্যাতিত, খুন, গুম ও মামলার শিকার হয়েছে। এই ত্যাগের মূল্য দিতে হবে।’
তিনি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান।
পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক শাহাদাত হোসেন হাবিব সন্ধালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাক হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম চুন্নু, হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মজিবুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক, হরিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বড়গাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপি নেতা বজলু রহমান, পবা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, পবা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজদার হোসেন, আব্দুল রাজ্জাক কালু প্রমুখ।


