সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে নকল কীটনাশক বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা ১ শ ৩৩ কাটুক কীটনাশক জব্দ

লিয়াকত আলী বাবলু : মহাদেবপুরে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা এবং ১ শ ৩৩ কাটুন কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । জানা গেছে , ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান ২১ জুলাই সোমবার দুপুরে উপজেলা সদরের সার পট্রিতে অভিযান চালিয়ে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মো: নুরুল অমিনের উল্লেখিত টাকা জরিমানা এবং কীটনাশক শব্দ করেন । অভিযানে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ সময় ওই দোকান থেকে এমকিল- ৩ জিআর-২৫ কার্টুন, ডায়াজিনন – ১০ জি ২৫ কার্টুন, গ্রিনার-৮০ ডব্লিউ ডিজি ৫০ কার্টুন, সেজল ১০০ মিলি ১২ কার্টুন, ৫০০ মিলি ৬ কাটুন, নিটেক্স -৩ ডব্লিউ জি ১০ কার্টুন, পদ্মা ডান – ৫ জি ৫ প্যাকেট, (১ কেজি ) নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD