শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“৩১ দফা বাস্তবায়ন করেই জুলুম-নির্যাতনের জবাব দিতে হবে: আনোয়ার হোসেন উজ্জল”

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের প্রতিশোধ নিতে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাঘা উপজেলা বিএনপির একাংশ ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

সভায় উজ্জল বলেন, “সামনের পথ কঠিন। ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থা ধরে রাখতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনের প্রতিশোধ নিতে হবে।”

 

মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন নেতা এনামুল হক। এছাড়া, অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD