
ডেস্ক রিপোর্ট: রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর থেকেই ট্রেন চলাচল শুরু হয়।
মঙ্গলবার মধ্যরাতে রেল উপদেষ্টার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে মধ্যস্থতা করেন ছাত্র-প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠকে শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত আড়াইটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রানিং স্টাফদের সুবিধা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিক নেতা মুজিবুর রহমান বলেন, যাত্রী দুর্ভোগ কমাতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, স্টাফদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।
বৈষ*ম্যবি*রোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহও ফেসবুক স্ট্যাটাসে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।