
বাগমারা প্রতিনিধি:বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাগমারা উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার সুজন ও সাধারণ সম্পাদক এম এম মামুনসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করে বলেন, দেশের রাজনীতি ও সমাজে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নিরন্তর কাজ করেছেন। তিনি শুধু একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেননি, বরং সাধারণ জনগণের কল্যাণ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের মাধ্যমে নিজেকে জনগণের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন।
বাগমারা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দেশবাসীকে ঐক্য, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বাগমারা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও নীতিনিষ্ঠা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
















