
আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি: অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করলেও চরম অর্থনৈতিক সংকটে পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে স্বরূপ কুমারের।
স্বরূপ কুমার রাজশাহী জেলার বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামের বাসিন্দা। তিনি মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২১–২০২২ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০২৩ সালে জিপিএ ৫.০০ অর্জন করেন। এসএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১১১৭৭৫ এবং মোট প্রাপ্ত নম্বর ১১৬৯।
পরবর্তীতে তিনি মচমইল ডিগ্রি কলেজ থেকে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০২৫ সালে জিপিএ ৫.০০ লাভ করেন। এইচএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১০৭৬০২ এবং মোট প্রাপ্ত নম্বর ১১৭১।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় স্বরূপ কুমার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ১৩০৮৩৯২, টেস্ট স্কোর ৭৫.২৫ এবং মেধা স্কোর ১৭৫.২৫। জাতীয় মেধা তালিকায় তার অবস্থান ৪৫৪৯। এই ফলাফলের ভিত্তিতে তিনি জামালপুর মেডিকেল কলেজ, জামালপুর-এ ভর্তির সুযোগ পান।
স্বরূপ কুমারের পিতা সুজিত চন্দ্র কবিরাজ ও মাতা পারুল কবিরাজ। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সীমিত। সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর প্রয়োজনীয় ভর্তি ফি, আবাসন ব্যয়, বইপত্র ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্বরূপ কুমার ও তার পরিবার।
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মনে করছেন, প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে একজন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। এ বিষয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরূপ কুমার তার পড়াশোনা অব্যাহত রাখার জন্য বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সহায়তা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি ও প্রশাসনিক সহায়তা পেলে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে এবং ভবিষ্যতে তিনি দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।