
রাজশাহীতে নারীর সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হলো অদম্য নারী পুরস্কার ২০২৪। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের প্রায় অর্ধশত সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেন, “নারীর উন্নয়ন পুরুষদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকার নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কেন্দ্র, ভাতা ও খাদ্য সহায়তা প্রদান করছে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি সভাপতিত্ব করেন এবং নারীর ক্ষমতায়নে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন।
এ সংবর্ধনা অনুষ্ঠান নারীর ক্ষমতায়নকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।