লিয়াকত আলী বাবলু: শিক্ষক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাদেবপুরে সকল এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
গত (১২ অক্টোবর) রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেওয়া হলে , নওগাঁর মহাদেবপুরে সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কেন্দ্রের সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মবিরতি পালন করছেন। ফলে , ১৩ অক্টোবর সকালে উপজেলার ৭৯টি এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী কর্মস্থলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বাইরে অবস্থান করতে দেখা গেছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, তাদের যৌতিক আন্দোলনে পুলিশের অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদ সহ মূল বেতনের ২০ ভাগ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১ হাজার ৫শত টাকা ,উৎসব ভাতা মূল বেতনের ৭৫ ভাগ প্রাপ্তির দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। মহাদেবপুরে ৭৯ টি এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৫ শত ৩৫ জন শিক্ষক কর্মচারীর বিপরীতে ২৩ হাজার ৭ শত ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক কর্মচারীর এই আন্দোলনের ফলে মহাদেবপুরে শিক্ষা ব্যবস্থায় যেন স্থবিরতা নেমে এসেছে। আগামী নভেম্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং এসএসসি নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা। পক্ষান্তরে , বছরের শেষ দিকে সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে শিক্ষক আন্দোলনে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি পিছিয়ে নিয়ে যাবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।