রাবি প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে রায়হান ইসলাম মনোনীত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২০তম সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করা হয়।
১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নবনীতা রায়, সৌরভ কুমার সূত্রধর ও মাহবুবুর রহমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হৈমন্তী রায় ও সঞ্চিতা সরকার নীলাঞ্জনা। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শর্মিলী রাণী মাহাতো। এছাড়া, সম্পাদক মণ্ডলির সদস্য হিসেবে আছেন ফারাহ তাসফিয়া নাইসা, সূচনা দত্ত, তাহফিম হাসান মেহেদী ও সাদিয়া শবনম ইমো। সদস্য হিসেবে রয়েছেন পূর্ণজিতা মজুমদার, তনুশ্রী দে, মৌমিতা হক মেঘা, অর্ণব গোপ ও তানভীর আহমেদ। নতুন কমিটি পরবর্তীতে আরও দুইজন সদস্য অন্তর্ভুক্ত করবে।
এর আগে, সকালে রাকসু ভবনের সামনে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আরো পড়ুন : রাজশাহীতে ছাত্রসমাজের প্রতিবাদ, কমিটি বাতিলের দাবি
বেলা ১১টায় শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে বিগত কমিটির সভাপতি ড. গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, কেন্দ্রীয় সদস্য শিল্পী আক্তার ও রুমি প্রভা। অধিবেশন শেষে দুপুর ২টায় দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।