
রাজশাহীর বাঘায় হযরত শাহদৌলার মাজার জিয়ারত শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী-জেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী ৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মি আক্তার এর কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা দেন। এর আগে তিনি একইভাবে সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র জমা দেন বলে জানান দলীয় নেতাকর্মীরা।
বাঘায় মনোনয়ন পত্র দাখিলের পর আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহীর চারঘাট-বাঘাকে আমি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন আমি ইউনিয়ন এবং উপজেলা পরিষদ-সহ বিভিন্ন পর্যায়ে প্রায় ৪০ বছর জনপ্রতিনিধিত্ব করে আসছি। সৃষ্টি কর্তার অশেষ কৃপায় কোনদিন পরাজিত হয়নি। তিনি নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
চাঁদ বলেন, কৃষি নির্ভর চারঘাট-বাঘা উপজেলায় কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মত প্রকাশ করেন । তিনি বলেন, অত্র এলাকার জনগণের জীবনমান উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তা- সবই করা হবে।
এ সময় পৃথক মনোনয়ন পত্র দাখিলে তাঁর সাথে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারন সম্পাদক অশিত কুমার ঘোষ ও আলেম সংগঠনের প্রতিনিধি আবুজার।
অপর দিকে বাঘায় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাঘা শাহী মসজিদের পেশ ঈমাম প্রমুখ।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মইনুল হোসেন, সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো: শফিকুল ইসলাম।
অন্যদিকে চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।