

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রতাশীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মাদ আব্দুস সাত্তার।
জনপ্রিয়তার কারণ জানতে চাইলে আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, ছাত্রজীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। শহীদ জিয়ার ১৯ দফা, বিশেষ করে খাল খনন কর্মসূচি, রাস্তা-ঘাট ও অবকাঠামো নির্মাণ কর্মসূচি, কৃষি উন্নয়ন কর্মসূচি, জনশক্তি রপ্তানিসহ নানা কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি দুর্গাপুরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করেছি। ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বুকলেট ও লিফলেট বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে চলেছি।
এলাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট সংস্কার , টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প বসিয়ে খাবার পানির ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সহযোগীতা, কন্যা দায় গ্রস্থ পিতাকে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, বেতন ও বই কেনায় সহযোগীতা করা, মাদ্রাসার এতিম ছাত্রদের জামাকাপড় প্রদান, মসজিদ ও মাদ্রাসার নির্মানে ও উন্নয়নে সহায়তা প্রদান ইত্যাদি জনকল্যাণ মূলক কাজগুলো করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করেছি। আমার প্রাণের সংগঠন বিএনপি আমার যোগ্যতা, কাজের দক্ষতা, দলের প্রতি আমার অবদান, উন্নয়ন, শান্তি এবং দলকে শক্তিশালী করার কথা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবো বলে আমি আশাবাদী।