
মো. রাজন আহমেদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তার নিকট প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।
বিএনপি নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
এ বিষয়ে নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।