আমির হামজা: গত বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) রাজশাহীর বানেশ্বর ট্রাফিক মোড়ে সকাল ১০টায় “আল-কুরআন বিরোধী সংবিধান উচ্ছেদ ও আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা” শীর্ষক এক বিশাল ঈমানী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী সমাজ-এর নেতৃবৃন্দ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ হুমায়ূন কবীর, আমীর, ইসলামী সমাজ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আল্লাহু আকবার সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই মহাসত্য।
বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহেরবান ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।”
বক্তারা আরও বলেন, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং কুরআনবিরোধী সংবিধানের মূলোৎপাটনই এই যুগের প্রধান ঈমানী কর্তব্য। সমাজে ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই ইসলামী সমাজের লক্ষ্য।
আয়োজক সংগঠন ইসলামী সমাজ সকল ঈমানদার নাগরিককে দল-মত নির্বিশেষে এই আহ্বানে সাড়া দিয়ে ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে কাজ করার আহ্বান জানায়।