
বেলাল হোসেন: রাজশাহীর পুঠিয়ায় কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘ/টনা। প্রতিদিনই ঘটছে নতুন নতুন দুর্ঘ/টনা, কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। এবার মোটরসাইকেল ও শ্যালো মেশিনচালিত ভুটভুটির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন (২০) নামের এক যুবক।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজারের পাশে এই দুর্ঘ/টনা ঘটে।
নিহত নাহিদ হোসেন উপজেলার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা, রাজমিস্ত্রী সেলিম হোসেনের ছেলে। তিনি পটিয়ার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। প্রচণ্ড আঘাতে তার মাথার খুলি ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “দুর্ঘ/ট/নার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এমন মর্মান্তিক দুর্ঘ/ট/নার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সচেতন করা না হলে এ ধরনের দুর্ঘ/টনা বারবার ঘটতে থাকবে।
















