
আমির হামজা, (রাজশাহী) পুঠিয়া প্রতিনিধি:
১৮ডিসেম্বর২০২৫ইং তারিখ,রোজ (বৃহস্পতিবার), রাজশাহীর পুঠিয়া উপজেলায় হযরত আলী ও আব্দুল হান্নান নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার কানাই পাড়া গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।