
মো. রাজন আলী: রাজশাহীর চারঘাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বজলুর রশীদ বলেন, গনতন্ত্রকে শক্তিশালি করতে ভোটারদের সচেতন অংশগ্রহন অত্যান্ত জরুরি। অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহনমুলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন ভোট প্রদান শুধু একটি অধিকার নয় বরং এটি নাগরিক দ্বায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ও চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দীন ফারুকী।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ সহ উপজেলা প্রাশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন।
বক্তাগনসহ সেমিনারে উপস্থিত সকলে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। সেমিনার শেষে ভোটারদের অংশগ্রহনমূলক গনতন্ত্র গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এদিকে, একই দিনে সেমিনার শেষে সিনিয়র কৃষি বিপনন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে বেসরকারী এবং সরকারী সম্প্রসারন বিপনন সেবা ও উপকরন সরবরাহকারীদের মধ্যে সম্পর্কিত একদিনের প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাশসক আফিয়া আখতার, উপ-পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর রাজশাহী শাহানা আখতার জাহান, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা সানোয়ার হোসেন প্রমুখ।














