স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে প্রথমবারের মতো গণসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
সমাবেশ উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা মাঠে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের হোসেন জানান, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে সমাবেশের মূল প্রতিপাদ্য।
তিনি আরও জানান, প্রশাসনের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্বে থাকবে।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন মুফতি মুহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা জালালুদ্দীন আহমদ। আয়োজকরা লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন।