
স্টাফ রিপোর্টার: “আবার আসবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর একটি প্রাণবন্ত সাংগঠনিক সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক হেলাল খান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সভাপতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাকির হোসেন রোকন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। তিনি বলেন, “জাতীয়তাবাদী আদর্শকে সাংস্কৃতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গণমানুষের হৃদয়ে পৌঁছাতে হবে। জাসাস সেই আন্দোলনের অগ্রভাগে রয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাবর্গ, সহ-সভাপতি, জাসাস কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন এডভোকেট রজব আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাজশাহী জেলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সেলিম রেজা, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (রাজশাহী মহানগর জাসাস),
সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য। দর্শক ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত।
অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন: এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মাদ আব্দুস সাত্তার। তিনি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।


