
মো. আমির হামজাঃ গত শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” উচ্চারণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান লিটন।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেক্রেটারি অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রহিম, চারঘাট-বাঘা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা ও সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মাদ নুরুজ্জামান লিটন। এছাড়াও দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। তারা শিল্পোন্নয়ন, সৎ ও নৈতিক ব্যবসা চর্চা এবং সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


