বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মো. রাজন আলী (বিশেষ প্রতিনিধি): সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা থাকলেও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তারা জানান, দেশে মব সহিংসতা, অজ্ঞাত লাশ উদ্ধার, সীমান্ত হত্যা, প্রবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধতা এবং ডিজিটাল নজরদারির মতো বিষয়ে জবাবদিহিতা ও নজরদারি এখনো দুর্বল।

বক্তারা আরও বলেন, গত এক বছরে বিচারবহির্ভূত হত্যা ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। তারা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তে আগ্রাসন ও হত্যা অব্যাহত রয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।

মানববন্ধন থেকে মানবাধিকার নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জন্মগত মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়–বিচারের নিশ্চয়তাই মানবাধিকার। পৃথিবীর বহু দেশে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে, আর নারী, শিশু, শরণার্থী ও আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার রক্ষা কেবল রাষ্ট্রের নয় এটি সমগ্র মানবজাতির সম্মিলিত দায়িত্ব। দারিদ্র্য, বৈষম্য ও গণতান্ত্রিক সংকটের এই সময়ে মানবাধিকার রক্ষার চর্চা আরও জোরদার করা জরুরি। ন্যায়বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত না হলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা।

মানবাধিকারকে বাস্তব শক্তিতে রূপান্তর করতে নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় উপস্থিত ছিলেন, হিট ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. জাব্বারুল হক নয়ন, বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান এবং রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ গোলাম শাহরিয়ার সনি, সাধারণ সম্পাদক মোঃ শাহানুল আলম সবুজ এবং উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম সহ বিভাগ এবং জেলা কমিটির সকল নেতৃবৃন্দ- সহ কর্মসূচিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD