সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন নিরাপত্তা দিতে আরএম পি’র পুলিশ ও রাবির শিক্ষকদের মতবিনিময় সভা

জিয়াউল কবীর :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিনেট ভবনে ২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব’র সভাপতিত্বে আজ বুধবার নিজস্ব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান,মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয় । পুলিশ কমিশনার মহোদয় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবে।

তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। সেইসাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

কমিশনার মহোদয় ২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে । কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের উপস্থিতিতে এ সভায় বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা পুলিশ বাহিনীর দায়িত্ব-কর্তব্য পালনে বদ্ধপরিকর বলে মত ব্যক্ত করা হয়।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD