শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গণছাঁটাই: লাখো সরকারি কর্মী চাকরি হারানোর শঙ্কায়

যুক্তরাষ্ট্রে সরকারি খরচ কমানোর নামে শুরু হয়েছে ব্যাপক গণছাঁটাই। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ‘সংস্কার কর্মসূচি’ অনুযায়ী, এ বছর এক লাখেরও বেশি সরকারি কর্মী চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। বিশাল অঙ্কের বাজেট ঘাটতি ও ৩৬ লাখ কোটি ডলারের দেনার অজুহাতে নেওয়া এই পদক্ষেপে ক্ষোভ ছড়িয়ে পড়েছে চাকরিচ্যুতদের মধ্যে।

 

সরকারি চাকরি হারিয়ে ক্ষুব্ধ প্রাক্তন সেনাসদস্য নিক গিয়োইয়া বলেন, “আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি, আর এখন রাষ্ট্রই আমার সঙ্গে বেঈমানি করছে।” এমন অসংখ্য কর্মী বেকার হয়ে দিশেহারা।

 

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ জানিয়েছে, দেশজুড়ে প্রায় ২০ লাখ ৩০ হাজার সরকারি কর্মীর মধ্যে ব্যাপক ছাঁটাইয়ের শঙ্কা দেখা দিয়েছে। তবে, ট্রাম্পের দল রিপাবলিকানরা এই পদক্ষেপ সমর্থন করলেও বিরোধী ডেমোক্র্যাটরা তীব্র আপত্তি জানিয়েছে।

 

এমন পরিস্থিতিতে ছাঁটাই হওয়া কর্মীরা বেকারত্বের শঙ্কায় দিন কাটাচ্ছেন, আর সমালোচকরা বলছেন—এই গণছাঁটাই লাখো মানুষের জীবনে ভয়াবহ সংকট ডেকে আনতে পারে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD