বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল না পেয়ে প্রাণ দিল যুবক!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে এক যুবকের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার কাশিপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই মোটরসাইকেলের বায়না ধরেছিল মাহফুজ ইসলাম (২৪)। কিন্তু বাবা-মা দুর্ঘটনার আশঙ্কায় তাকে মোটরসাইকেল কিনে দিতে চাননি। এতে অভিমান করে নিজ শয়নকক্ষে বাঁশের আড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মাহফুজ আত্মহত্যা করে।

 

স্থানীয়দের মতে, মাহফুজ ছিল চঞ্চল ও জেদি স্বভাবের। মাত্র এক বছর আগে বিয়ে করা এই যুবক তার শখ পূরণে ছিল বেশ একগুঁয়ে। পরিবারের অনীহা সহ্য করতে না পেরে সে চূড়ান্ত পথ বেছে নেয়।

 

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

একটি মোটরসাইকেলের জন্য প্রাণ হারানোর এই ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের আবেগ নিয়ন্ত্রণ ও পরিবারে মানসিক সচেতনতা বাড়ানো জরুরি, যাতে এমন করুণ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD