শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেধার জয়: মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া বৈশাখীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা চাঁদ

বাঘা প্রতিনিধি: পরিশ্রম ও মেধার সমন্বয়ে যে কোনো সাফল্য অর্জন করা সম্ভব—তারই উজ্জ্বল দৃষ্টান্ত বাঘার গরিব ঘরের মেধাবী শিক্ষার্থী বৈশাখী আক্তার। সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তারের পর এবার বিএনপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ চাঁদ।

 

রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়ণপুর গ্রামের দিনমজুর আজবাহার আলীর মেয়ে বৈশাখী আক্তার। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে তার উচ্চশিক্ষা নিয়ে ছিল অনিশ্চয়তা।

 

প্রথমে বিষয়টি নজরে আসে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তারের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বৈশাখীর সাফল্যের খবর শেয়ার করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পেরে দলটির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ চাঁদকে বৈশাখীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

 

তারই পরিপ্রেক্ষিতে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈশাখীর বাড়িতে যান। তারা বৈশাখীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মেডিকেলে পড়াশোনার জন্য বই ও ভর্তি সংক্রান্ত খরচ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

 

এ প্রসঙ্গে বৈশাখী বলেন, “আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। ইউএনও স্যার ও বিএনপি নেতৃবৃন্দ আমার পাশে দাঁড়িয়েছেন। আমি চাই, ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD