শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে জামিয়া আরবিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার জানায়, জাবেদ আলী ও তাঁর পুত্র জামাত আলী মাদ্রাসার ১২ শতক জমির মধ্যে ৪ শতক জমির অংশীদার। তাদের অংশের জমি আলাদা রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলেও তারা অতিরিক্ত জমির দাবি করে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। চলতি বছরের ১৬ মার্চ জামাত আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে ৬ জনকে আসামি করে আরও একটি মামলাসহ মোট পাঁচটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং বানোয়াট। জামাত আলী গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামিয়া আরবিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক ও ভুক্তভোগী মোঃ আব্দুল ওয়াজেদ। এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD