নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা, আবেগ আর দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। আর তাই মাত্র ৫০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে ম্যাচের সব টিকিট!
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সোমবার অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে দেড় লাখের বেশি ভক্ত ওয়েবসাইটে ঢুকে পড়েন। স্টেডিয়ামের ২৫ হাজার আসনের বিপরীতে মুহূর্তেই সোল্ড আউট হয়ে যায় সব টিকিট।
এবারের ম্যাচের টিকিটের দামও ছিল আকাশছোঁয়া। সাধারণ আসনের মূল্য ১২৫ দিরহাম (প্রায় ৪,২০০ টাকা), প্লাটিনাম লাউঞ্জ ৬৬ হাজার টাকা, আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকায়!
ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার কারণে এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। এবারও সেই লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শেষ হাসি কে হাসবে—ভারত নাকি পাকিস্তান? জানতে অপেক্ষা করতে হবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত!