শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মহান একুশের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে

দুর্গাপুরে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় নুরুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, “১৯৫২ সালের একুশের চেতনা ধারণ করেই আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। তাই একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও বিশৃঙ্খলা দেখতে চাই না। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।”

 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা, উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর আমির মাওলানা নুর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, আশরাফুল কবির বুলু ও জার্জিস হোসেন সোহেল।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD