লিয়াকত আলী বাবলু ঃ মহাদেবপুর উপজেলা লোকমোর্চা সদস্যদের নিয়ে ২৭ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপি নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভূক্তি ও জলবায়ু নায্যতা বিষয়ক অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) মহাদেবপুর কার্যালয়ে তাদের বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্শস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প কর্মসূচীর অংশ হিসাবে এই অরিয়েন্টশনের আয়োজন করে। অরিয়েন্টশনে উপজেলা লোকমোর্চা কমিটির সকল সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ময়না রানীর সঞ্চালনায় ও মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি সাংবাদিক লিকায়ত আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অরিয়েন্টশনে সেশন পরিচালনা করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। অরিয়েন্টশনে লোকমোর্চা সদস্যরা তাদের পরবর্তি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দুতাবাস ও গ্লোবাল অ্যায়ফয়ার্স কানাডার অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।#