
লাবিবা খানম লিছা: মহাদেবপুরে ৫৪ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় উপজেলার ডাক বাংলা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীরা সমিতি মহাদেবপুর।
এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন। দিনভর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ
এবং শরীর চর্চা শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে
বিকেলে উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিউল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষা অফিসারের পাশাপাশি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখতার হামিদ সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোজাম্মেল হক উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় পরিচালনা করেন রামচন্দ্রপুর বাহারুল উলুম আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক দুরন্ত এবং সকল অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের রায়হান আলম ।#
















