সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালনে ব্যস্ত সময় পার করছেন ইউএনও আরিফুজ্জামান

লিয়াকত আলী বাবল ঃ সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের লক্ষ্যে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

জানা গেছে, মহাদেবপুর উপজেলায় এ বছর রেকর্ডসংখ্যক পূজা মন্ডপে এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গোৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেছেন।

যার ফলে , ইউএনও মোঃ আরিফুজ্জামান প্রথমে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ বিভিন্ন ধর্মের মানুষের সাথে মতবিনিময় করেন। পরক্ষণেই তিনি উপজেলা পূজা উদযাপন কমিটি সহ উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেন। তারপরেই তিনি আনসার ও ভিডিপি ,ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে নানা কমিটি গঠন করে দেন এবং তিনি নিজেই ওই সকল কমিটি তদারকি করছেন। পূজা শুরুর দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর সোমবার সবথেকে বেশি ব্যস্ত সময় অতিবাহিত করতে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে। ঐদিন তিনি সকাল ৭টা থেকে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের

৩০ টির অধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা যাতে করে নির্বিঘ্নে পালিত হয় সে কারণে মন্ডপে নিয়োজিত আনসার সদস্যদের সাথে পূজা কমিটির লোকজন পুরোহিত সহ সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সকলের সহযোগিতা চান।

এদিন মহাদেবপুরের পূজা মন্ডপ গুলি পরিদর্শনে সেনাবাহিনী ,নওগাঁ জেলা প্রশাসক সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও দেখা যায়।

ফলে, উপজেলা নির্বাহী অফিসারকে আগে থেকেই নির্ধারিত উপজেলা আইন-শৃঙ্খলা এবং সমন্বয় সভার মত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে না পেরে একজন সিনিয়র অফিসার কে দায়িত্ব দিয়ে পূজা মন্ডপ গুলিতেই অবস্থান করতে হয়েছে।

উল্লেখ্য যে ,এ বছর উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ১শ ৫৮টি পূজা মন্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে যা অন্যান্য বছরের তুলনায় বেশি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা নিজেই তদারকির কারণে, এরিপোর্ট লেখা পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মহাদেবপুরে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD