
মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সরকারি কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যদের নিয়ে এক লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুরে বিএসডিও এর মহাদেবপুর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা তাদের বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে সংস্থার প্রকল্প কার্যালয় মহাদেবপুরে এই সভার আয়োজন করে। সভায় সরকারি কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যসহ ১২জন অংশগ্রহণ করেন।
মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি ও সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত লবিং সভায় গেটকা প্রকল্পের বিস্তারিত কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ময়না রানী প্রমুখ।
সভায় লোকমোর্চা সদস্যরা তাদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থিত সরকারি কর্মকর্তাদের সাথে শেয়ার করেন এবং তা বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের সহায়তা কামনা করেন।


