
লিয়াকত আলী বাবলুঃ মহাদেবপুরে যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন , সফাপুর আলিম মাদ্রাসার সুপারেনটেন্ট তোজাম্মেল হক, মহিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি আরা খানম প্রমূখ। উল্লেখ্য যে, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির মূল কারণ হিসেবে প্রযুক্তির অপব্যবহার (স্মার্টফোন ব্যবহার), মোটরসাইকেল এবং প্রাইভেট পড়ানোকে দায়ী করে বক্তারা বলেন এসব রোধ করতে না পারলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে।


