লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে উপজেলা শিক্ষা অফিসার এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু ও সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এবং সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার রঞ্জিত কুমার শিকদার ও রঞ্জন কুমার। বদলী জনিত বিদায় অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোছা: কামরুন নাহার মলি, নাজনীন নাহার লায়লা, শ্রী মনমত দাস, শফিকুল ইসলাম জুয়েল, আব্দুল কুদ্দুস প্রমুখ। উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু ২০২০ সালের আগস্ট মাসে মহাদেবপুর উপজেলায় যোগদান করেন এবং দীর্ঘ ৫ বছর সুনামের সাথে চাকুরি করে এ বছর আগস্ট মাসেই মহাদেবপুর উপজেলা থেকে পাবনা সদর উপজেলায় বদলী হয়ে গেলেন।