
লিয়াকত আলী বাবল ঃ মহাদেবপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১২ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা যুবদলের কার্যালয়ে যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাজুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমজাদ আলী সরদার, হাতুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদলের সভাপতি এনামুল হক, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রাইগাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি সুলতান মাহমুদ, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখার আলম ইপু, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমূখ। প্রস্তুতি সভায় ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল ,ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল এবং তাঁতি দল সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সভায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


