
লাবিবা খানম লিছা: মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় দেশের অন্যান্য স্থানের মত মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬ টা ৪১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। পরক্ষণেই মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করা হয়। সাথে সাথেই মহাদেবপুর থানা পুলিশ, আনসার ,ফায়ার সার্ভিস, প্রেসক্লাব , শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে শহীদ বেদীতে ৭১ সালের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পমাল্য প্রদান করা হয়েছে। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও উপজেলা কোট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ জাহেদুর রহমানের পরিচালনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে এবং শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মহাদেবপুর হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার স্কাউটস ,গার্লস গাইড, কাপ, যুব রেড ক্রিসেন্ট সহ সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং অন্যান্য শিশু সংগঠনের কুচ কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন হয়েছে। শরীরচর্চা প্রদর্শনের সাথে সাথেই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সকল দশটায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনার পাদদেশে বিজয়ী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান । বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম প্রমূখ। বিকেল ৩ টার সময় হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসন এবং শিক্ষক বনাম ব্যবসায়ীদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় একই মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের হলরুমে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকল কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সভাপতি করেন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ সার্বিক সহযোগিতা করেন।