
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা পোনা মাছ অবমুক্ত করন এবং মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার উপজেলা মৎস্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে বেলা ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায় এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার অফিসার ইব্রাহিম খাঁন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মা আরেফুল ,এন সি পি প্রতিনিধি আমিনুল হক , মৎস্য চাষি সুরজ আলম প্রমূখ। এসময় ময়েজ উদ্দিন মন্ডল , আলমগীর হোসেন, এবং সুরুজ আলমকে সফল মৎস্য চাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।


