লিয়াকত আলি বাবলু: মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স শহিদুল ফুড প্রোডাক্টের ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের দুলাল পাড়া কুশার সেন্টার এলাকায় অবস্থিত মেসার্স শহিদুল ফুড প্রডাক্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং শিশু খাদ্যে রং মেশানো সহ নানা অভিযোগে ওই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। আদালত পরিচালনাকালেও ফ্যাক্টরির মধ্যে একদিকে ছাগল বাঁধা অপরদিকে গরুর শেড চিকা ইঁদুর সহ বিভিন্ন জন্তু ঘুরে বেড়াতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন । আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে না পারলে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে বলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রতিবেদককে জানান। উল্লেখ্য যে উল্লেখিত মেসার্স সহিদুল ফুড প্রোডাক্টে অন্তত ৪ বার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করে সতর্ক করা হয়েছে কিন্তু কোন ফল আসেনি বলে ভোক্তারা অভিযোগ করেছেন।