
লাবিবা খানম লিছা: মহাদেবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আরিফুজ্জামান একটি ভোট কেন্দ্রে যা যা থাকা একান্তই জরুরী সে বিষয়গুলি উপস্থাপন করে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণও তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ,একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম সহ উপজেলার যেসকল প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র/ নির্বাচন অনুষ্ঠিত হবে সে সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। জরুরী সভায় বিশেষ করে প্রত্যেকটি ভোটকেন্দ্রে কমপক্ষে ২টি করে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে বলে নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলায় ৮১টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১ লক্ষ ২৮ হাজার ৫ শত ৯ জন পুরুষ ভোটার এবং ১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৩০ জন মহিলা ভোটার তাদের প্রত্যক্ষ ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।#