
লিয়াকত আলী বাবলুঃ মহাদেবপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রাজুয়েট কিশোরীদের শ্রীমনি অনুষ্ঠিত হয়েছে। “পার করেছি ১৮, পেরিয়ে যাব পাহাড়ও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় মহাদেবপুর ব্র্যাক অফিস মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও আইন সুরক্ষায় উপজেলার ৪৪ জন গ্রাজুয়েট কিশোরীকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ব্র্যাকের ঝঊখচ অফিসার সাদিয়া শারমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, দাবীর এরিয়া ম্যানেজার মো: মফিজুল হক, ব্র্যাকের ম্যানেজার এনামুল হক প্রমুখ। উল্লেখ্য যে, এলাকার কিশোরীদের বাল্য বিয়ে না করে উপযুক্ত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে এই শ্রীমনি অনুষ্ঠিত হয়েছে।


