লিয়াকত আলী বাবলুঃ মহাদেবপুরে বিএনপি নেতার দাফন কার্য্য সম্পন্ন হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার খাজুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এর মৃত্যুর খবর নিমিষেই নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে । ফলে, মরহুমের গ্রামের বাড়িতে নেতাকর্মীরা জড়ো হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে । পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ২৩ অক্টোবর বেলা ১১ টার সময় খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জয়পুর বালুকা পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ এবং মৃত ছাড়া বেগমের পুত্র রফিকুল ইসলাম দীর্ঘদিন উল্লেখিত ইউনিয়নে বিএনপি'র সভাপতির দায়িত্ব পালন করেন । মৃত্যুকালে বিএনপি নেতা স্ত্রী দুই পুত্র এক কন্যা সহ নাতি-নাতনী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিএনপি নেতার জানাজার নামাজ পড়ান তার নাতি জুবায়ের হোসেন। বিএনপি নেতার মৃত্যুতে ২২ অক্টোবর বুধবার রাতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী জনতার এমপি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর- বদলগাছি এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডেপুটি স্পিকারের জ্যেষ্ঠ পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। জানাযার পূর্ব মুহূর্তে উপস্থিত মুসল্লিদের সামনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার নান্নু , মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, বাংলাদেশ জামাতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, মরহুমের দুই পুত্র বাবু এবং জুয়েল । উল্লেখ্য যে বক্তারা তাদের একজন দলীয় অভিভাবক হারানোর কথা উল্লেখ করে শোক প্রকাশ করেন।