
লাবিবা খানম লিছা:মহাদেবপুরে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট এর মায়ের দাফন কার্য সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার বেলা ১১ টার সময় উপজেলা সদরের বাগানবাড়ি নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় । গত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলা সদরের বাগান বাড়ির মৃত আলহাজ্ব আনিসুর রহমানের স্ত্রী এবং উপজেলা বিএনপি'র সভাপতি রবিউল আলম বুলেট এর গর্ভধারিনী "মা" জাহান আরা (৮৫) বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত জাহান আরা ভারতের এলাহাবাদ এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবার ইজার উদ্দিন মন্ডল এবং গোলাপী বেগমের কন্যা বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যু কালে মরহুমা জাহান আরা ৩ পুত্র, ২ কন্যা , নাতি, নাতনী এবং অসংখ্য গুণগ্রহি রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের সাথে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর লোকনুজ্জামান, নওগাঁ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধনু, নওগাঁ-৩ মহাদেবপুর - বদলগাছি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল সহ নওগাঁ জেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহাদেবপুর, মান্দা, পত্নীতলা এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , মহাদেবপুর জামাতে ইসলামের উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মরহুমার জানাজার নামাজ পরিচালনা করেন তাঁর দ্বিতীয় পুত্র এবং মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি রবিউল আলম বুলেট ।