লিয়াকত আলী বাবলু ঃ মহাদেবপুরে পর্দা নামলো ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা সদরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মহাদেবপুর এ উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টে উপজেলার অংশগ্রহণকারী ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাট চকগৌরি উচ্চ বিদ্যালয় ও কালু শহর উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় শীর্ষস্থান লাভ করার ফলে তারা ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়। এই খেলায় হাট চকগৌরি উচ্চ বিদ্যালয় এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হয়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬২ টি হাই স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে ডাকবাংলা মাঠ, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠ, চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ এবং জোয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে বিভিন্ন বিষয়ে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্দা ওঠে।
এরই ধারাবাহিকতাই ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে বালক বালিকাদের মাঝে দাবা প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বালক বালিকাদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ডাকবাংলা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ।
এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক ক্রীড়া মোদী ব্যক্তিবর্গ সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন কাওসার পাটোয়ারী ,তাকে সহযোগিতা করেন ইউসুফ ও তানভীর। ধারাভাষ্য ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মনিরুজ্জামান মনির।#