লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে নতুন মাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে। ৪৭ তম
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার দশ ইউনিয়ন কমিটির নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ব্যানার ফেস্টুন সহকারে সুসজ্জিত হয়ে তারেক রহমান ,খালেদা জিয়া ,শহীদ জিয়া ,ধানের শীষের বিভিন্ন স্লোগান দিয়ে ডাকবাংলা মাঠে দুপুরের পর থেকে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের আসা শেষ হলে একযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে স্থাপিত সভা মঞ্চস্থলে মিলিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম রওশন উল ইসলাম সহ মহাদেবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি। শোভাযাত্রা শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম রওশন উল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা কাজী আব্দুস সোবহান , মাসুদুর রহমান মৃধার টিক্কা ,শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
উল্লেখ্য যে ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর শাখায় যে বিভক্তি ছিল তা কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে নিরসন হওয়ার পর ঐক্যবদ্ধভাবে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন মাত্রায় পালিত হয়েছে।