লিয়াকত আলী বাবলু ঃ মহাদেবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে মুখ্য ভূমিকা পালন করছেন আনসার বাহিনীর সদস্যগণ। ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুর উপজেলা প্রশাসন সুন্দর সুষ্ঠুভাবে এই উৎসব পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এতে আনসার সদস্যদের বিশেষ ভূমিকা রাখার জন্য গত ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা আনসার অফিসার ইব্রাহিম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা, ফায়ার সার্ভিসের মহাদেবপুরের স্টেশন ইনচার্জ আশরাফুর রহমান ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রতন কুমার মন্ডল প্রমূখ।
ব্রিফ শেষে পূজা শুরুর একদিন আগেই উপজেলার ১০টি ইউনিয়নের ১ শ ৫৮টি পূজা মন্ডপে মোট ৯ শ ৮৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
এ বিষয়ে উপজেলা আনসার অফিসার ইব্রাহিম খান বলেন ,অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন ও গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ এবং সাধারণ পুজা পন্ডপে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে প্রতিটি পূজা মন্ডপে দুইজন করে মহিলা আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে,
এ বছর উপজেলার সদর ইউনিয়নে ২৪ টি , হাতুর ইউনিয়নে ৮ টি ,খাজুর ইউনিয়নে ১৬ টি, চান্দাশ ইউনিয়নে ৮ টি , রাইগাঁ ইউনিয়নে ১৩ টি , এনায়েতপুর ইউনিয়নে ১৭টি, সফাপুর ইউনিয়নে ১৭টি, উত্তর গ্রাম ইউনিয়নে ২২ টি, চেরাগপুর ইউনিয়নে ১৬ টি এবং ভীমপুর ইউনিয়নে১৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। আনসার সদস্যদের পাশাপাশি পূজা মন্ডপ গুলিতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের প্রত্যেকটি ইউনিয়নের দায়িত্বে থাকা বিট পুলিশের একটি করে টিম তাদের স্ব স্ব ইউনিয়নে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুর রহিম আরো জানান, অন্যান্য দায়িত্বের পাশাপাশি আমি নিজে মহাদেবপুর সদর ইউনিয়ন এনায়েতপুর ইউনিয়ন এবং রাইগা ইউনিয়নের যে সকল পূজা মন্ডপ গুলোতে দুর্গোৎসব পালিত হচ্ছে স্পেশালি তদারকি করবো।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে আহ্বায়ক এবং মহাদেবপুর থানার ওসি শাহীন রেজাকে সদস্য সচিব এবং আরো ১০ জন সরকারি কর্মকর্তাকে সদস্য করে মোট ১২ সদস্য বিশিষ্ট শারদীয় দুর্গাপূজা ২০২৫ মনিটরিং টিম গঠন করা হয়েছে।
তাছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে সুন্দর ও সুষ্ঠুভাবে হিন্দু ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজা পালনের লক্ষ্যে ২জন করে মোট ২০জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ।
উল্লেখ্য যে ,আনসার ও ভিডিপি সদস্যগণ আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা বা দুর্গা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত পূজা মন্ডপ গুলিতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কাজে নিয়োজিত থেকে অবস্থান করবে বলে আনসার ও ভিডিপি অফিসার জানান।#