
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে বেসরকারি সংস্থা ডাসকোএর অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনাগুলো কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে এনগেজ প্রকল্পটি নওগাঁ জেলার মহাদেবপুর ও মান্দা উপজেলার মোট ১২ টি ইউনিয়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, সংস্থাটি আগামী ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রমোশনে কাজ করবে বলে সভাকে অবহিত করেন । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ডাসকোর টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এর সঞ্চালনায় প্রকল্পের আদ্য প্রান্ত তুলে ধরেন এরিয়া অফিসার মাসুদা খানম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ ,মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, বেসরকারি সংস্থা বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু ,সাংবাদিক লিয়াকত আলী বাবলু, প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলিটেটর মিলিত মুর্মু ,শুক্লা দেবী , নির্মলা রানী প্রমূখ। সফল এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন, ছাত্রছাত্রী , প্রকল্প বাস্তবায়ন এলাকার চেয়ারম্যান বৃন্দ ,প্রকল্পের গঠিত সিওসি প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি , নারী নেত্রী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।